পাকিস্তানের দরকার ১৫৩ রান
শাহিন আফ্রিদি কী করতে চাইছেন, সেটা প্রথম বলেই বোঝা গেছে। ফিন অ্যালেন কী করতে চান, সেটা তো সবারই জানা। ইনিংসের প্রথম বল একটু সামনে ফেলে সুইং করানোর চেষ্টা আফ্রিদির, মিড অন দিয়ে চার। পরের বলটা ভেতরের ঢোকানোর চেষ্টা, জোরালো এলবিডাব্লিউর আবেদন, আউট! রিভিউ নিয়ে আবার বেঁচেও গেলেন অ্যালেন।…